বুধবার, ১৩ জুন, ২০১২

ডিবিবিএল মোবাইল ব্যাংকিং কিভাবে করবেন, সুবিধা সমুহ, এবং যে সকল সেবা পাওয়া যাবে সব কিছু দেখে নিন কাজে লাগবেই

মোবাইল ব্যাংকিং কী?

ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এক নজরে
ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং মোবাইল ব্যাকিং হচ্ছে শাখাবিহীন ব্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সঙ্গে আর্থিক সেবা পৌঁছে যাবে ব্যাকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কাছে। মোবাইল প্রযুক্তি সরঞ্জাম অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাকিং ও আর্থিক সেবা (টাকা জমাদান, উত্তোলন, পণ্য বা সেবা ক্রয়ের মূল্য পরিশোধ, বিভিন্ন ধরণের বিল পরিশোধ, বেতন/ভাতা বিতরণ, বিদেশিক আয়, সরকারি বেতন ও ভাতাদি বিতরণ, অঞগ থেকে টাকা উত্তোলন) প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাকিং। মোবাইল একাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাকিং এর প্রস্তাবিত সেবাসমূহ পাওয়া যাবে।

মোবাইল ব্যাংকিং-এর সুবিধাসমূহ :

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থকে ইলেক্ট্রনিক অর্থে রূপান্তর এবং সর্বোপরি দারিদ্র্য দূরীকরণ সম্ভব:
প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা
দেশব্যাপী যে কোন সময়, যে কোন স্থানে সেবার নিশ্চয়তা
এটি সুবিধাজনক, সহজলভ্য এবং নিরাপদ
টাকা সঞ্চয়ের অভ্যাস বাড়ানোর জন্য মোবাইল ব্যাংকিং অধিক কার্যকর
এর মাধ্যমে দ্রুত ও কম খরচে টাকা লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবায় প্রবেশের সুযোগ সৃষ্টি হবে,
মোবাইল ব্যাংকিং অধিকতর নিরাপদ এবং প্রতারণারোধক

কর্মকর্তা/কর্মচারী ও ভাতা প্রাপ্তদের সুবিধাসমূহ কী কী?

  1. একাউন্টে তাৎক্ষণিক টাকা জমা।
  2. ঝামেলাবিহীন বেতন/ভাতা সংগ্রহ।
  3. ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
  4. যেকোন এজেন্ট অথবা DBBL ATM অথবা শাখা থেকে টাকা উত্তোলন করা যাবে।

ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কী কী সেবা পাওয়া যাবে?

১. গ্রাহক নিবন্ধন ২. নগদ টাকা জমাদান ৩. নগদ টাকা উত্তোলন ৪. কেনাকাটার বিল পরিশোধ ৫. ইউটিলিটি বিল পরিশোধ ৬. বেতন/ভাতা বিতরণ ৭. বিদেশ হতে প্রেরিত অর্থ বিতরণ ৮. মোবাইলে তাৎক্ষণিক ব্যালেন্স রিচার্জ ৯. তহবিল স্থানান্তর

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...