সোমবার, ১১ জুন, ২০১২

সানফ্রান্সিসকোতে শুরু হচ্ছে অ্যাপলের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’। আসতে পারে আইফোন ৫

সানফ্রান্সিসকোতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে অ্যাপলের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিউ ডিসি)। এ অনুষ্ঠান ঘিরে প্রযুক্তিবিশ্বের আগ্রহের কমতি নেই। এই অনুষ্ঠানে অ্যাপল কী পণ্যের ঘোষণা দেবে, তা নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনার শেষ গিয়ে মিশেছে অ্যাপলের ‘আইফোন ৫’ স্মার্টফোনে। এক খবরে সিএনএন অবশ্য জানিয়েছে, আইফোন ৫-এর জন্য প্রযুক্তিবিশ্বকে আরও অপেক্ষায় রাখবে অ্যাপল।
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলেন, অ্যাপল বরাবরই চমকে বিশ্বাসী। প্রতিষ্ঠানটি গুজবে কান দেয় না, বরং নতুন পণ্য এনে সবাইকে চমকে দেয়। তাই বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে আইফোন ৫-এর গুজব উঠলেও বিশ্লেষকেরা ধারণা করছেন, এ পণ্যটি এখনই আনবে না অ্যাপল। কারণ, চমক দেওয়ার মতো অন্যান্য নতুন বেশ কিছু পণ্য এবারের অনুষ্ঠানে হাজির করবে প্রতিষ্ঠানটি।
এবারের আয়োজনে অ্যাপল নতুন ম্যাপ সেবা হিসেবে ‘আইম্যাপ’, অ্যাপলের ল্যাপটপ সিরিজে আইম্যাকের নতুন সংস্করণ, নতুন টিভি হিসেবে ‘আইটিভি’ ও অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘আইওএস ৬’র সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...